জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ঢাকার বাইরে অন্তত একটি জেলা থেকে পরিবহন বাস রিকুইজিশনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, নতুন দলের জন্মলগ্নেই এমন ক্ষমতার অপব্যবহার অন্তর্বর্তী সরকারের জন্য বিব্রতকর এবং এনসিপির জন্যও আত্মঘাতী হতে পারে।
শনিবার (১ মার্চ) এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ তরুণ নেতৃত্বের হাতে গঠিত নতুন রাজনৈতিক দলের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। কিন্তু দলটি যদি পুরনো কর্তৃত্ববাদী চর্চা অব্যাহত রাখে, তাহলে তা গণতন্ত্র বিকাশে বাধা সৃষ্টি করবে। তিনি এনসিপিকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপির উচিত গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক আচরণ নিশ্চিত করা। একচ্ছত্র ক্ষমতার অপব্যবহার বন্ধে দৃষ্টান্ত স্থাপন করতে না পারলে জনগণের আস্থা হারানোর ঝুঁকি থাকবে।
টিআইবি মনে করে, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো সব রাজনৈতিক দলের প্রতি সমান আচরণ করা এবং কোনো বিশেষ দলকে সুবিধা না দেওয়া।
Leave a comment