জাতীয় পার্টি (জাফর) আনুষ্ঠানিকভাবে ১২ দলীয় জোট থেকে বেরিয়ে গেছে। শনিবার (১ মার্চ) দলটির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের খিলগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার। দলটির সাবেক এমপি আহসান হাবিব লিংকন জানান, দীর্ঘদিন ধরে জোটের কিছু নেতার কার্যকলাপে দলের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়। ফলে দলীয় নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে জোট ছাড়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় পার্টি (জাফর) এখন থেকে এককভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে। একই সঙ্গে বিএনপির নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইকে বেগবান করতে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি।
সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবীব লিংকন, প্রেসিডিয়াম সদস্য নোয়াব আলী আব্বাস খান, অ্যাডভোকেট হোসনে আরা আহসান, ব্যারিস্টার মোস্তফা হায়দার জুবায়েরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a comment