চট্টগ্রামের রাউজানের গহিরা গ্রামে সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ জুমা চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়, যা ছিল স্মরণকালের অন্যতম বড় জানাজা। জানাজায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে মানুষ উপস্থিত হন, এবং সময়ের সাথে সাথে এটি জনসমুদ্রে পরিণত হয়।
নোমানের স্মৃতিচারণে বক্তব্য রাখেন বিএনপির নেতারা এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ। তার মরদেহের প্রতি গার্ড অব অনার প্রদান শেষে রাউজানে আরেক দফা জানাজা অনুষ্ঠিত হয়, এরপর তিনি তার মা-বাবার কবরের পাশে দাফন হন।
এছাড়া, তার রাজনৈতিক অবদান নিয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
Leave a comment