জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে গণপরিষদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে দলটির ঘোষণাপত্র পাঠ করেন আহ্বায়ক নাহিদ ইসলাম।
ঘোষণাপত্রে বলা হয়, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই শুরু করেছে। তাই একটি নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের মাধ্যমে সাংবিধানিক স্বৈরতন্ত্রের সম্ভাবনা চিরতরে বন্ধ করতে হবে।
জাতীয় স্বার্থ সুরক্ষার জন্য শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন এবং তাদের গণতান্ত্রিক চরিত্র বজায় রাখাই এনসিপির মূল অগ্রাধিকার। এনসিপির সদস্যসচিব আখতার হোসেন দলটির আংশিক কমিটি ঘোষণা করেন।
Leave a comment