জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী ১৩ মার্চ চার দিনের সফরে বাংলাদেশে আসছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনি এই সফর করবেন। বুধবার নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন এ তথ্য জানায়। জাতিসংঘ মহাসচিবের কার্যালয়ও নিশ্চিত করেছে যে, তিনি ১৩ থেকে ১৬ মার্চ পর্যন্ত বাংলাদেশে সরকারি সফরে থাকবেন।
গত ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাতে সরকারের রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকারবিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চপর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমান তাঁকে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
গুতেরেস প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে পাঠানো এক চিঠিতে জানিয়েছেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় করার চেষ্টা অব্যাহত রাখবে। তিনি রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবর্তন নিশ্চিত করতে মিয়ানমারের রাজনৈতিক সংকট সমাধানে আঞ্চলিক অংশীদার, আসিয়ান ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলেন, জাতিসংঘ অগ্রাধিকার ভিত্তিতে রোহিঙ্গাদের জরুরি ত্রাণ সহায়তা ও রাখাইনসহ মিয়ানমারে টেকসই মানবিক সহায়তা নিশ্চিত করবে। এছাড়া, রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলন আয়োজনের মাধ্যমে বিশ্ব সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ এবং টেকসই সমাধান খোঁজার প্রচেষ্টা চালাবে।
গুতেরেস বাংলাদেশ ও এ অঞ্চলে রোহিঙ্গা সংকটের প্রভাব নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগের সঙ্গে একমত প্রকাশ করেন এবং অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে চলমান পরিবর্তন প্রক্রিয়ায় জাতিসংঘের সমর্থনের বিষয়টিও পুনর্ব্যক্ত করেন।
Leave a comment