নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি লঞ্চ ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন গুরুতর অবস্থায় হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে লায়লা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানো হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ, নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সূত্র জানায়, আগে ঘাটের ইজারাদার ছিলেন আওয়ামী লীগ নেতা গোলাম মাওলা কাজল, কিন্তু তিনি এলাকা ছাড়ার পর স্থানীয় আলমগীর ঘাটের নিয়ন্ত্রণ নেন। তবে তমরদ্দি ইউনিয়ন বিএনপি সভাপতি তানভীর হায়দার ঘাটটি দখলে নেওয়ার চেষ্টা করছিলেন।
বৃহস্পতিবার সকালে তানভীরের অনুসারীরা ঘাটের দখল নিতে গেলে আলমগীরের লোকজনের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। এতে নারীসহ অনেকে আহত হন। হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে।
Leave a comment