সাবেক তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া শত শত কোটি টাকার সম্পদের গুজব উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, তার ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে মাত্র ১০,৬৯৮ টাকা রয়েছে এবং তার কোনো জমি বা ফ্ল্যাট নেই।
বুধবার এক ফেসবুক পোস্টে নাহিদ তার সোনালী ব্যাংক অ্যাকাউন্টের অবস্থা প্রকাশ করেন। তিনি জানান, উপদেষ্টা হিসেবে ২১ আগস্ট ২০২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত তার ব্যাংক লেনদেনের হিসাব অনুযায়ী ১০,০৬,৮৮৬ টাকা জমা হয়েছে এবং ৯,৯৬,১৮৮ টাকা উত্তোলিত হয়েছে, ফলে তার অ্যাকাউন্টে অবশিষ্ট রয়েছে ১০,৬৯৮ টাকা।
তিনি আরও উল্লেখ করেন যে, তার ও তার পরিবারের (স্ত্রী, মা, বাবা) নামে বাংলাদেশের কোথাও কোনো জমি বা ফ্ল্যাট নেই। তার ব্যক্তিগত সচিবের ইসলামী ব্যাংক অ্যাকাউন্টে ৩৬,০২৮ টাকা রয়েছে এবং তিনিও তার দায়িত্ব পালনকালে কোনো সম্পত্তি কেনেননি।
নাহিদ ইসলাম জোর দিয়ে বলেন, তার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদের হিসাব স্বচ্ছ এবং প্রয়োজন হলে তা তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী যাচাই করা যাবে।
Leave a comment