রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সাগর হোসেন ফেসবুকে ধর্ম অবমাননাকর একটি পোস্ট শেয়ার করায় তাঁকে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের কাছে হস্তান্তর করেছে।
জানা গেছে, আসাদ নূর নামে এক ব্লগার সামাজিক যোগাযোগমাধ্যমে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে একটি পোস্ট দেন। সেই পোস্টটি সাগর হোসেন নিজের টাইমলাইনে শেয়ার করেন। বিষয়টি ছড়িয়ে পড়ার পর হলে থাকা অন্য শিক্ষার্থীরা তাঁর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং তাঁকে জেরা করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হল প্রাধ্যক্ষ অধ্যাপক শাহ হোসাইন আহমাদ মেহদী এসে শিক্ষার্থীদের শান্ত করেন এবং তাৎক্ষণিকভাবে সাগরের সিট বাতিলের ঘোষণা দেন। পরে প্রক্টরিয়াল টিম এসে সাগরকে পুলিশের হাতে তুলে দেয়।
এ বিষয়ে সাগর হোসেন দাবি করেন, তিনি পোস্টের ক্যাপশন খেয়াল না করেই সেটি শেয়ার করেছিলেন। তিনি আরও বলেন, ‘বুঝতে পারার পরই পোস্টটি মুছে দিয়েছি। ইচ্ছাকৃতভাবে কখনোই এমন কিছু করতাম না।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘জনরোষ এড়াতে অভিযুক্ত শিক্ষার্থীকে পুলিশে দেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে তাঁর দায় নিশ্চিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদি ভুল করে এমনটি হয়ে থাকে, তাহলে বিষয়টি বিবেচনা করা হবে।’
এদিকে, মতিহার থানার ডিউটি অফিসার আব্বাস আলী জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীকে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় কোনো মামলা হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
Leave a comment