বাংলাদেশে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
হাসনাত বলেন, ‘আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, নৌকা ডুবে গেছে এবং তা আর কখনোই বাংলাদেশে ভাসবে না। ৫ আগস্ট ছাত্র নাগরিক সিদ্ধান্ত দিয়েছে যে, পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। রাজনৈতিক দলগুলোর মধ্যে এ বিষয়ে ঐকমত্য হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছি, যেন আওয়ামী লীগকে আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধ করা হয়। প্রথম ধাপে দলটির নিবন্ধন বাতিলের প্রস্তাবও দিয়েছি।’
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ভূমিকার প্রশংসা করে হাসনাত বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে নীতিগত ভিন্নতা থাকলেও তা রাজপথেই সমাধান করা হবে। আওয়ামী লীগের তৈরি ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো ও অপশাসন আমরা আর বাংলাদেশে ফিরিয়ে আনতে চাই না।’
সব রাজনৈতিক দলের মধ্যে ইতিবাচক মনোভাব লক্ষ্য করেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আশা করি, তারা এই সংস্কৃতি অব্যাহত রাখবে। তা না হলে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে।’
তিনি আরও জানান, জুলাই চার্টার ও জুলাই প্রোক্ল্যামেশন দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে তাদের সংগঠন।
Leave a comment