ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে পৌঁছেই দেশটির নতুন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের সঙ্গে বৈঠক করেছেন। গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ পাওয়ায় মোদি তাঁকে অভিনন্দন জানান।
দুই দিনের সফরে মোদির কর্মসূচি বেশ ব্যস্ত। তুলসী গ্যাবার্ডের সঙ্গে বৈঠকের মাধ্যমে তাঁর সফরের আনুষ্ঠানিকতা শুরু হলো। এরপর তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন।
বৈঠক শেষে মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছি। তিনি এই বন্ধুত্বের দৃঢ় সমর্থক।’
এর আগে গতকাল বুধবার মার্কিন সিনেট তুলসী গ্যাবার্ডের মনোনয়ন চূড়ান্ত করে। প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম বিতর্কিত নিয়োগ হিসেবে একে দেখা হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।
ওয়াশিংটনে পৌঁছানোর পর মোদিকে স্বাগত জানাতে বিপুলসংখ্যক প্রবাসী ভারতীয় জড়ো হন। মোদি তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘শীতের ঠান্ডায় উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ। ওয়াশিংটনের প্রবাসী ভারতীয়দের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে।’
Leave a comment