যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিক উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার ওয়াশিংটনের ব্লেয়ার হাউসে তাঁর সঙ্গে বৈঠক করেন বিশ্বের শীর্ষ ধনী ও প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম উপদেষ্টা ইলন মাস্ক। এছাড়া, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ ও জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ডও মোদির সঙ্গে আলোচনা করেন।
মোদি এমন এক সময়ে যুক্তরাষ্ট্র সফর করছেন, যখন ট্রাম্প প্রশাসন ভারতের ওপর শুল্ক আরোপের বিষয়ে হুমকি দিচ্ছে। গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটাই ট্রাম্পের আমলে মোদির প্রথম ওয়াশিংটন সফর। ফ্রান্স সফর শেষে ওয়াশিংটনে পৌঁছে মোদি ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গেও বৈঠক করেন।
ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে মোদি জানান, তিনি তাঁর বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছেন এবং প্রথম মেয়াদে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা স্মরণ করেন।
Leave a comment