বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন ধনকুবের ও ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের ফোনালাপ হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে তাঁদের মধ্যে এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইলন মাস্ককে যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতাবিষয়ক বিভাগের (ডিওজিই) দায়িত্ব দিয়েছেন, যার মাধ্যমে তিনি সরকারি ব্যয় সংকোচনের লক্ষ্যে কাজ করবেন। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মাস্ক টেসলা, স্পেসএক্স ও এক্স (সাবেক টুইটার)-এর মালিক।
প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি নিজের ফেসবুক পোস্টে জানান, অধ্যাপক ইউনূস ও ইলন মাস্কের মধ্যে ফোনালাপ হয়েছে এবং এর বিস্তারিত পরে প্রকাশ করা হবে।
অধ্যাপক ইউনূস বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন এবং সেখানে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিচ্ছেন।
Leave a comment