সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে বুধবার সন্ধ্যায় দেশত্যাগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় রাত ৭টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দুবাইয়ের উদ্দেশে রওনা হন।
সরকারি এই সফরে প্রধান উপদেষ্টা বিশ্বনেতাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন। বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তির ভবিষ্যৎ, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন ও সুশাসন নিয়ে বিভিন্ন অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি তার একাধিক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকেরও কথা রয়েছে।
ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ একটি সম্মেলন, যেখানে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, নীতিনির্ধারক, অর্থনীতিবিদ ও প্রযুক্তিবিদরা একত্রিত হন। ভবিষ্যতের সরকার পরিচালনার কৌশল নির্ধারণ এবং বিশ্বব্যাপী উন্নয়নের ধারা এগিয়ে নেওয়ার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞদের একটি প্রতিনিধিদল থাকছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দুইদিনের সরকারি সফর শেষে আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দেশে ফেরার কথা রয়েছে। তার এই সফর বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
Leave a comment