বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তবে সম্প্রতি এই জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মের নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কার সৃষ্টি হয়েছে। হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, পারাগন সলিউশন নামের একটি স্পাইওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ‘জিরো ক্লিক’ নামের বিশেষ ধরনের সাইবার হামলা চালাচ্ছে। এর মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে তাদের ব্যবহৃত যন্ত্র থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ‘জিরো ক্লিক’ এতটাই উন্নত ও সূক্ষ্ম যে ব্যবহারকারীরা বুঝতেই পারেন না যে তাঁদের যন্ত্র আক্রান্ত হয়েছে। এই হামলার শিকার হয়েছেন সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং নাগরিক সমাজের সদস্যরা। এটি অত্যন্ত বিপজ্জনক কারণ সাধারণ অ্যান্টিভাইরাস বা নিরাপত্তা সফটওয়্যার দিয়ে এই হামলা প্রতিরোধ করা সম্ভব নয়।
সাধারণত সাইবার হামলায় ব্যবহারকারীকে কোনো লিংকে ক্লিক করতে হয় বা ফাইল ডাউনলোড করতে হয়। কিন্তু ‘জিরো ক্লিক’ হামলায় হ্যাকাররা বিশেষ বার্তা, ছবি বা অডিও ফাইল পাঠায়, যা ব্যবহারকারীর ডিভাইসে পৌঁছামাত্র সক্রিয় হয়ে যায়। এতে ব্যবহারকারীর যন্ত্রে থাকা ব্যক্তিগত তথ্য চুরি করা ছাড়াও ফোনকল ও বার্তা রেকর্ড করার ঝুঁকি তৈরি হয়।
বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, এ ধরনের সাইবার হামলা থেকে রক্ষা পেতে ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ও ডিভাইসের নিরাপত্তাব্যবস্থা হালনাগাদ রাখতে হবে। সন্দেহজনক বার্তা বা কল এড়িয়ে চলার পাশাপাশি দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা চালু করাও গুরুত্বপূর্ণ।
Leave a comment