কিশোরগঞ্জে সাবেক প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাশাপাশি, বিক্ষুব্ধ ছাত্র-জনতা এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়েছে জেলা আওয়ামী লীগের কার্যালয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে এই সহিংসতা চলে। প্রথমে স্টেশন রোডে আওয়ামী লীগের দলীয় কার্যালয় এক্সকাভেটর দিয়ে ভেঙে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে রাত ৯টার দিকে খড়মপট্টি এলাকায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলামের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। একই সময় ঢাকা মহানগর পুলিশের আলোচিত কর্মকর্তা বিপ্লব সরকারের বাড়িতেও হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে বিক্ষুব্ধরা সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদের বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও লুটপাট করে।
এ ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন হামলা ও ভাঙচুরের ঘটনা নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত কোনো আটক বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে।
Leave a comment