বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জামায়াতের বিরুদ্ধে মুনাফেকির অভিযোগ তুলে বলেছেন, ইসলামের নামে রাজনীতি করলেও তারা জনগণের সঙ্গে প্রতারণা করছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ফেনীর সোনাগাজীতে আয়োজিত এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, “গণতন্ত্র হলো বিষমাখানো দুধের মাখনের মতো। নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েও জামায়াত অতীতে শেখ হাসিনার সহযোগিতায় নির্বাচনে অংশ নিয়েছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।”
তিনি আরও বলেন, বিএনপিকে দোষারোপের চেষ্টা চলছে, কিন্তু জনগণ জানে কারা প্রতিশ্রুতি রক্ষা করেছে। খালেদা জিয়া কারাবরণ করেছেন, তারেক রহমান দেশত্যাগ করেছেন, তবু তারা দেশের জন্য কাজ করে যাচ্ছেন। বিএনপির পরিবার নির্যাতিত ও অসহায়দের পাশে দাঁড়িয়ে কাজ চালিয়ে যাচ্ছে এবং এটি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সরকারের সমালোচনা করে রিজভী বলেন, আগে দেশে একটি প্রধান শত্রু পক্ষ থাকলেও এখন অনেক শত্রু তৈরি হয়েছে। সম্প্রতি এক সরকারি কর্মকর্তার লিফলেট বিতরণের বিষয় উল্লেখ করে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সমর্থকদের বিচার না হওয়ায় তারা এমন কর্মকাণ্ডে সাহস পাচ্ছে। এছাড়া, সরকার ভ্যাট ও ট্যাক্স আরোপ করে নিম্ন আয়ের মানুষের জীবন দুর্বিষহ করে তুলছে, যা জনগণের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে।
সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন। এছাড়া, কেন্দ্রীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন এবং ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিএনপির নির্যাতিত পরিবার ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
Leave a comment