জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নে দশআনি নদীর ওপর নির্মাণাধীন ব্রিজের কাজ সাত মাস ধরে বন্ধ রয়েছে। অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠান চৌধুরী এন্টারপ্রাইজের স্বত্বধীকারী ফারুক আহাম্মেদ চৌধুরীর উপর। ৫ আগষ্টের পর থেকেই জামালপুর জেলা আওয়ালীগের সাবেক সাধারণ সম্পাদক, ফারুক আহাম্মেদ চৌধুরী আত্ব গোপনে রয়েছেন।
অফিস সূত্রে জানাগেছে, মূলত ব্রিজের জায়গায় বন্যার পানি থাকায় ও জমি সংক্রন্ত জটিলতার কারণে ১৬৮ ভায়াডাক্ট সহ ১২০ মিটার দৈঘ্য ব্রিজের কাজ বন্ধ রয়েছে।
ব্রিজের কাজ বন্ধ থাকায় ঠিকাদারী প্রতিষ্ঠানের সাইড ম্যানেজার, শাহনেওয়ান সুলতান মিলন বলেন,
দ্রুতই ব্রিজটির কাজ চালু করা হবে।
জানা গেছে, চরপুটিমারী ইউনিয়নের দশআনি নদীর উপর এলজিইডি বিভাগের তত্ত্বাবধানে জুলায়ের ২০২৩ সালে শুরু হয়েছিলো প্রায় ৩৭ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ১৬৮ মিটার ভায়াডাক্ট এপ্রোস রাস্তা সহ ১২০ মিটার দৈঘ্য ব্রিজ নির্মানের কাজ শুরু হয়। যা ব্রিজটির ৪৫% কাজ সমাপ্ত হয়েছে। ব্রিজ নির্মাণের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ ।
এলাকাবাসীর অভিযোগ ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতীর কারণে ব্রিজটির কাজ বন্ধ রয়েছে। ব্রিজটি দ্রæত কাজ সম্পন্ন করার জন্য যথাযথ কতৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।
এদিকে মূল ঠিকাদার, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, ফারুক আহাম্মেদ চৌধুরীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।
দীর্ঘ ৭ মাস যাবত ব্রিজের কাজ বন্ধ থাকায়, জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী, উজ্জল ত্রিপুরা বলেন,
বক্সপপ- উজ্জল ত্রিপুরা
উল্লেখ্য, ব্রিজটি নির্মিত হলে জেলার ইসলামপুর উপজেলা ও পাশর্^বর্তী শেরপুর জেলার কয়েকটি ইউনিয়নের সাধারণ মানুষ , ব্যবসায়ী, স্কুল-কলেজ ছাত্র-ছাত্রী, কৃষকদের যাতায়াতে সরাসরি যোগাযোগ বৃদ্ধি পাবে এবং এলাকার মানুষের অনেক দিনের কষ্ট লাগব হবে।
মো: রবিন মিয়া
জামালপুর
Leave a comment