সরস্বতী পূজা দেখতে এসে তিন বন্ধু ফেনীতে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে নোয়াখালী থেকে ফেনী ঘুরতে আসা ওই তিন বন্ধু স্থানীয় বেকের বাজারে গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা খেয়ে প্রাণ হারান।
পারিবারিক সূত্রে জানা যায়, তিন বন্ধু মোটরসাইকেলে করে নোয়াখালী থেকে ফেনী যাচ্ছিলেন। সন্ধ্যার পর তারা ফেনীতে পৌঁছে পূজা দেখেন এবং পরে রাতের দিকে নোয়াখালী ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বেকের বাজারে দ্রুতগতিতে চলতে থাকা তাদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই দুই বন্ধু নিহত হন, এবং আহত আরেক বন্ধুকে হাসপাতালে নেওয়া হলেও তিনি পথেই মারা যান।
নিহত তিন বন্ধুর মধ্যে মনোরঞ্জনের ছেলে দেবু (২২), কৃষ্ণঘোষের ছেলে অন্তর ঘোষ (২২) এবং সৌরভ গোস্বামী (২৩) রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার পর তাদের সঙ্গে থাকা অন্যান্য বন্ধু একে অপরের সাথে যোগাযোগ না করেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ফেনী মহিপাল হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ হারুন জানান, খবর পাওয়ার পর তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আহত একজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু ঘটে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি থানায় হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, এবং পরিবার-পরিজনরা হারিয়েছেন তাদের প্রিয়জনকে।
Leave a comment