বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে বাড়ির পাশ্ববর্তি পুকুরের পানিতে পড়ে ২১ মাস বয়সী মুনতাহা বেগম নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রামপাশা ইউনিয়নের আজিজনগর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মুনতাহা আজিজনগর গ্রামের ট্রাক চালক আশিক আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ির পার্শ্ববর্তি পুকুরে মেয়েকে নিয়ে থালা-বাসন ধুঁতে যান আশিক আলীর স্ত্রী। কাজ শেষে অন্য শিশুদের কাছে মুনতাহাকে রেখেই চলে আসেন মা। কিছুক্ষণ পরে প্রতিবেশী এক নারী পুকরে গিয়ে দেখেন মুনতাহা পানিতে ভাসছে। সাথে সাথে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মুনতাহাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে থানার এসআই জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ দাফনের প্রস্তুতি নিয়েছে পরিবার, পাশাপাশি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
Leave a comment