Home ধর্ম ও জীবন ইসলাম তিন পর্বে বিশ্ব ইজতেমা: বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত
ইসলামধর্ম ও জীবন

তিন পর্বে বিশ্ব ইজতেমা: বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত

Share
Share

মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা এবার তিন পর্বে অনুষ্ঠিত হবে। গাজীপুরের টঙ্গীতে আয়োজিত এ ইজতেমার প্রথম দুই পর্ব শুরায়ে নেজাম (জুবায়েরপন্থি) অনুসারীদের এবং তৃতীয় পর্ব সাদপন্থি অনুসারীদের মাধ্যমে সম্পন্ন হবে।

প্রথম পর্ব: ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি।

দ্বিতীয় পর্ব: ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি।

তৃতীয় পর্ব: ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি।

শুরায়ে নেজামের আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম দুই পর্বে শুরায়ে নেজাম অনুসারীরা ইজতেমা পালন করবেন। অন্যদিকে, মাওলানা সাদ আহমদ কান্ধলভী অনুসারীরা ১৪-১৬ ফেব্রুয়ারি তৃতীয় পর্বে অংশ নেবেন।

জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ জানিয়েছে, ইজতেমা ময়দানে প্রতিদিন সাড়ে তিন কোটি গ্যালন পানির সরবরাহ নিশ্চিত করা হয়েছে। পাকা টয়লেট সংস্কার ও নতুন টয়লেট নির্মাণ করা হয়েছে। পানির সমস্যা বা পয়ঃনিষ্কাশনজনিত কোনো অসুবিধা যেন না হয়, তা নিশ্চিত করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, ইজতেমা ময়দানে সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার ও রুফটপ পর্যবেক্ষণ ব্যবস্থা রাখা হয়েছে।

প্রতিটি খিত্তায় সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন থাকবেন।

অগ্নিনির্বাপণের জন্য প্রতিটি খিত্তায় দু’টি করে অগ্নিনির্বাপণ যন্ত্র থাকবে।

তুরাগ নদীতে নৌ টহল নিশ্চিত করা হয়েছে।

পুরো ময়দান ও আশপাশে পুলিশ এবং সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ থাকবে।

বিশেষায়িত নিরাপত্তা টিম ও পর্যাপ্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে পুরো ইজতেমা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিশ্ব ইজতেমার এই তিন পর্বে দেশ-বিদেশ থেকে বিপুলসংখ্যক মুসল্লি সমাগম হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মিয়ানমারে স্কুলে জান্তা হামলা, শিশুসহ নিহত হয়েছে ২২ জন

সামরিক জান্তা বাহিনীর বিমান হামলায় মিয়ানমারের একটি স্কুলে ২০ জন শিশু ও দুই শিক্ষকসহ মোট ২২ জন নিহত হয়েছেন।  বিদ্রোহীদের সঙ্গে ভূমিকম্পের কারণে...

জাতিসংঘের সতর্কবার্তা, দুর্ভিক্ষের চূড়ান্ত সীমায় গাজা

ক্রমেই তীব্রতর হচ্ছে গাজা উপত্যকায় দুর্ভিক্ষের আশঙ্কা । জাতিসংঘ-সমর্থিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরাইলি অবরোধে বিপর্যস্ত গাজায় প্রায় পাঁচ লাখ মানুষ বর্তমানে অনাহারের...

Related Articles

ঢাকায় এবার যেসব স্থানে কোরবানির পশুর হাট বসবে।

রাজধানীতে এবার দক্ষিণ সিটি করপোরেশন ও উত্তর সিটি করপোরেশন মিলিয়ে কোরবানির পশুর...

আজ শুভ বুদ্ধপূর্ণিমা: আধ্যাত্মিক জাগরণের মহিমান্বিত দিন

আজ রোববার, শুভ বুদ্ধপূর্ণিমা।   দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এই...

কেন ‘বিসমিল্লাহ’ বলতে হয়

  ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বাক্যটির অর্থ, ‘পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে।’ যে...

‘মঙ্গল শোভাযাত্রা’ নামে কিছু করা যাবে না: ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন,...