ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দল বেশ কয়েকটি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে।
বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের সিনিয়র নেতৃবৃন্দসহ বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বৈঠক শেষে ইসলামী আন্দোলন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, আলোচনার মাধ্যমে দশটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
বৈঠকে গৃহীত ১০টি সিদ্ধান্ত:
আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত একটি টেকসই গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা।
দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি এবং অর্থপাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা।
ভোটাধিকারসহ সব মানবাধিকার রক্ষায় জাতীয় ঐকমত্য গড়ে তোলা।
প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, অধিকারবঞ্চিতদের অধিকার প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক করা।
আওয়ামী লীগ সরকারবিরোধী সব শক্তি ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনে কাজ করবে।
ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো নিজেদের মধ্যে বিরোধে জড়াবে না এবং ঐক্য বজায় রাখবে।
ভবিষ্যতে যাতে আওয়ামী লীগের মতো কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে, সে লক্ষ্যে রাজনৈতিক ঐক্য গড়ে তোলা।
ইসলামী শরীয়াহ বিরোধী কোনো সিদ্ধান্ত গ্রহণ না করা এবং ইসলামবিরোধী মন্তব্য এড়িয়ে চলা।
প্রশাসনে এখনো সক্রিয় থাকা আওয়ামী লীগের মদদদাতাদের দ্রুত অপসারণ।
এর আগে ২১ জানুয়ারি বরিশালে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেছিলেন জামায়াতের আমির শফিকুর রহমান।
বিএনপি ও ইসলামী আন্দোলনের এই ঐক্যমূলক বৈঠক রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দু’দলের এ ঐক্য আওয়ামী লীগের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
Leave a comment