জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর ও অস্থায়ী আবাসন নিশ্চিতের দাবিতে ১২ শিক্ষার্থী শহীদ মিনার প্রাঙ্গণে অনশনে বসেছেন। রোববার সকালে শুরু হওয়া এ আন্দোলনে শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।
শিক্ষার্থীদের প্রধান তিনটি দাবি হলো: দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সেনাবাহিনীর হাতে হস্তান্তর, পুরান ঢাকার দুটি স্টিল বেইজড আবাসিক ভবনের নির্মাণকাজ শেষ করা, এবং শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা নিশ্চিত করা। ২০১৬ সালে কেরানীগঞ্জের তেঘরিয়ায় দ্বিতীয় ক্যাম্পাসের মহাপরিকল্পনা নেওয়া হলেও এখনো এর বেশিরভাগ কাজ সম্পন্ন হয়নি।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, প্রশাসনের দীর্ঘসূত্রতা ও গাফিলতির কারণেই প্রকল্পের কাজ থেমে আছে। অনশনকারী শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, “দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণে প্রশাসন কোনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম জানান, প্রকল্পের কাজ এগিয়ে নিতে প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে অনেক বিষয় ইউজিসি ও অন্যান্য প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল। সেনাবাহিনীর হাতে প্রকল্পের দায়িত্ব হস্তান্তরে কোনো রাজনৈতিক বাধা নেই বলেও তিনি উল্লেখ করেন।
দীর্ঘ সময় ধরে ঝুলে থাকা এই প্রকল্পের কারণে শিক্ষার্থীদের ক্ষোভ বাড়ছে। তারা মনে করেন, দাবি আদায়ে তাদের এই লড়াই বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Leave a comment