ফরিদপুরের কানাইপুরে ওবায়দুর খান (২৮) নামের এক যুবককে চোখে পেরেক ঢুকিয়ে খোঁচানো এবং পায়ের রগ কেটে হত্যা করার ঘটনায় এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়েছে। শনিবার (১১ জানুয়ারি) বিকেলে নিহতের মরদেহ এলাকায় পৌঁছালে ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর বাজারে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন এবং তার ভাই খায়রুজ্জামান খাজার দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
পরিবারের অভিযোগ, শুক্রবার বিকেলে খায়রুজ্জামান খাজার নেতৃত্বে ১০-১২ জন লোক ওবায়দুরকে তুলে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন করে। ফরিদপুর জুট ফাইবার্স মিলের পেছনে তার দুই চোখে পেরেক ঢুকিয়ে এবং পায়ের রগ কেটে তাকে গুরুতর জখম করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মৃত্যু হয়। নিহতের বাবা বিল্লাল খান বলেন, একটি রাজনৈতিক মিটিংয়ে না যাওয়ার কারণেই তার ছেলেকে হত্যা করা হয়েছে।
এলাকাবাসী জানায়, খাজা বাহিনী দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব চালাচ্ছে এবং তার বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছে। নিহত ওবায়দুর পেশায় কৃষি ও কাঠমিস্ত্রির কাজ করতেন এবং তার পাঁচ মাস বয়সী একটি সন্তান রয়েছে।
কোতোয়ালি থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, এখনো মামলা হয়নি, তবে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এলাকাবাসী দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে। এই নির্মম হত্যাকাণ্ড ফরিদপুরজুড়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে।
সামরিক জান্তা বাহিনীর বিমান হামলায় মিয়ানমারের একটি স্কুলে ২০ জন শিশু ও দুই শিক্ষকসহ মোট ২২ জন নিহত হয়েছেন। বিদ্রোহীদের সঙ্গে ভূমিকম্পের কারণে...
ByDesk ReportMay 13, 2025ক্রমেই তীব্রতর হচ্ছে গাজা উপত্যকায় দুর্ভিক্ষের আশঙ্কা । জাতিসংঘ-সমর্থিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরাইলি অবরোধে বিপর্যস্ত গাজায় প্রায় পাঁচ লাখ মানুষ বর্তমানে অনাহারের...
ByDesk ReportMay 13, 2025দীর্ঘ বিরতির পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগের...
ByDesk ReportMay 15, 2025সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার রাতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, কয়েকজন মানুষ...
ByDesk ReportMay 15, 2025বাংলাদেশকে, ২০২৪ সালের আগস্টে বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো, কৃষি ও জীবিকায় পুনরুদ্ধার এবং...
ByDesk ReportMay 15, 2025রাজধানীতে এবার দক্ষিণ সিটি করপোরেশন ও উত্তর সিটি করপোরেশন মিলিয়ে কোরবানির পশুর...
ByDesk ReportMay 15, 2025Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment