মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় দুজন শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জ পৌরসভার বেউথা এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন মেহেরাব খান ও মিরাজ। মিরাজ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সদর থানার ওসি এস এম আমান উল্লাহ জানান, আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহসমন্বয়ক ইসমাইল হোসেন রুদ্রের নেতৃত্বে ছাত্র প্রতিনিধিদের নিয়ে একটি রেস্টুরেন্টে আলোচনা সভা চলছিল। সভার শেষ দিকে দুই পক্ষের দুজন শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটি হয়, যা পরে কিল-ঘুষি এবং মারামারিতে রূপ নেয়।
ঘটনার পর উভয় পক্ষ থানায় যায়। ওসি জানান, কেন্দ্রীয় সহসমন্বয়ক রুদ্রের উপস্থিতিতে থানায় বসে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। রাত ১১টার দিকে উভয় পক্ষই জানায়, তাদের কোনো অভিযোগ নেই।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ওমর ফারুক বলেন, “১৩ জানুয়ারি ‘জুলাইয়ের ঘোষণাপত্র’ প্রকাশের লিফলেট বিতরণ কর্মসূচি উপলক্ষে মানিকগঞ্জে বিভিন্ন উপজেলার সক্রিয় ছাত্রদের ডাকা হয়েছিল। সেই সভার সময় দুইজনের মধ্যে এই মারামারির ঘটনা ঘটে। তবে বিষয়টি দ্রুত মিটমাট করা হয়েছে।”
এই ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি বলে নিশ্চিত করেছে পুলিশ।
Leave a comment