সম্প্রতি মেজর ডালিমের ইন্টারভিউ এবং তাহসান-রোজার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা চলছে। এই দুই ইস্যুর মাঝে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে আলোচনায় যোগ দিয়েছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।
তাহসানের বিয়ে নিয়ে বিতর্ক
জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রোজা নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে পড়াশোনা শেষে নিউইয়র্কের কুইন্সে একটি মেকওভার প্রতিষ্ঠানের উদ্যোক্তা হিসেবে কাজ করছেন।
তবে তাদের বিয়ের খবর সামনে আসার পর রোজার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বিতর্ক তৈরি হয়। এক ব্যক্তি রোজাকে তার প্রাক্তন প্রেমিকা বলে দাবি করে তাকে প্রতারণার অভিযোগ করেন। বিষয়টি নিয়ে নেটিজেনরা দু’পক্ষ নিয়ে আলোচনা-সমালোচনায় মেতে ওঠেন।
জয়ের মন্তব্য
এই বিতর্কের মাঝেই জয় তার ফেসবুকে লেখেন, “তাহসানের নতুন বউয়ের কার সঙ্গে আগে সম্পর্ক ছিল, সেটা সামনে আনা বিকৃত রুচির পরিচয়। আর তাহসানের বউ সুন্দরী বলে আমাদের আফসোসের প্রয়োজন নেই। আল্লাহপাক উপর থেকে সব ফয়সালা করেন।”
তিনি আরও বলেন, “কার জীবন সুন্দর হবে, কার বউ সুন্দরী হবে সেটা আমাদের নয়, সৃষ্টিকর্তার সিদ্ধান্ত। ছোট বিষয়ে সময় নষ্ট না করে নিজেদের জীবনকে গুরুত্ব দেওয়া উচিত।”
মেজর ডালিম ইন্টারভিউ প্রসঙ্গ
স্ট্যাটাসের শেষে ঠাট্টার সুরে জয় উল্লেখ করেন, “আল্লাহ বাঁচাইছে! তাহসান আর তাহসানের বউ নিয়ে শোরগোল, মেজর ডালিমের ইন্টারভিউ দিয়ে চাপা পড়ে গেছে।”
জয়ের ভাষায়, “সোশ্যাল মিডিয়া এমন একটি খেলনা, যেখানে আপনি চাইলে একটি ইস্যু দিয়ে আরেকটি ইস্যুকে চাপা দিতে পারেন। পুরো জাতি যেন এই খেলনার উপর নির্ভরশীল।”
জয়ের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ তার কথাকে সমর্থন করছেন, আবার কেউ বিষয়টিকে হালকাভাবে দেখছেন।
Leave a comment