ছাত্রলীগের মূলনীতি ‘শিক্ষা, শান্তি, প্রগতি’-কে ছাত্রদলের মূলনীতি বলে উল্লেখ করে দেওয়া এক ছাত্রদল নেতার বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট বাজারে শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত একটি আলোচনা সভায় এ ঘটনা ঘটে। বেতকাপা ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শিবলু প্রধান বিশেষ অতিথির বক্তব্যে এই ভুল মন্তব্য করেন।
বক্তব্যে তিনি ছাত্রলীগের মূলনীতি ‘শিক্ষা, শান্তি, প্রগতি’-কে ছাত্রদলের মূলনীতি হিসেবে উল্লেখ করেন। ছাত্রদলের মূলনীতি আসলে ‘শিক্ষা, ঐক্য, প্রগতি’, যা দল প্রতিষ্ঠার সময় থেকে প্রচলিত।
পরবর্তীতে শিবলু প্রধান তার মন্তব্যকে ভুল হিসেবে স্বীকার করেন। তিনি বলেন, “ভুলে ছাত্রদলের মূলনীতি বলতে ছাত্রলীগের মূলনীতি উল্লেখ করেছি। আমি কখনও ছাত্রলীগের রাজনীতি করিনি। এটি নিছক একটি অসাবধানতা।”
তিনি আরও জানান, বেতকাপা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান ফুয়াদের অনুপস্থিতিতে তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছিলেন এবং দায়িত্ব পালনে তিনি সতর্ক থাকার প্রতিশ্রুতি দেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই এটি নিয়ে ব্যঙ্গাত্মক আলোচনা শুরু হয়েছে। ফেসবুকজুড়ে অনেকে মজার ছলে মন্তব্য করছেন, আবার কেউ কেউ ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন।
এ ঘটনায় ছাত্রদলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। তাদের অনেকেই এই বক্তব্যকে দলীয় শৃঙ্খলা ও শিক্ষার অভাব বলে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠিত হয়। দলটির মূলনীতি হলো ‘শিক্ষা, ঐক্য, প্রগতি’।
এ ধরনের ভুল রাজনৈতিক দলগুলোর ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে। ভবিষ্যতে দলীয় নেতাদের বক্তব্য দেওয়ার আগে আরও সতর্ক থাকা প্রয়োজন।
Leave a comment