ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চাঁদাবাজির দুটি মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের চার দিনের রিমান্ড রিমান্ড মঞ্জুর । আজ বুধবার সকালে এ আদেশ দেন আদালত।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে কামরুল ইসলামকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে কামরাঙ্গীরচর থানায় দায়ের করা চাঁদাবাজির দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানায় পুলিশ। পাশাপাশি প্রতিটি মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়।
এক মামলার রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, সংসদ সদস্য থাকাকালে কামরুল ইসলামের নির্দেশে কামরাঙ্গীরচরের সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেনসহ কয়েকজন বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, বিশেষ করে আলী কেব্ল, থেকে চাঁদা আদায় করতেন। মামলার অন্যান্য আসামিদের পরিচয় নিশ্চিত করার জন্য তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
অন্য মামলার রিমান্ড আবেদনে বলা হয়, এক কোটি টাকা চাঁদা দাবির ঘটনায় কামরুল ইসলামের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রিমান্ড আবেদনের বিরোধিতা করে কামরুল ইসলামের আইনজীবীরা আদালতে দাবি করেন, এটি হয়রানিমূলক মামলা এবং চাঁদাবাজির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত প্রতিটি মামলায় দুই দিন করে মোট চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, পল্টন থানার একটি হত্যা মামলায় গত ১৮ ডিসেম্বর আদালত কামরুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। তারও এক মাস আগে, ১৯ নভেম্বর নিউমার্কেট থানার আরেকটি হত্যা মামলায় তাকে আট দিনের রিমান্ডে পাঠানো হয়।
কামরুল ইসলাম গত ১৮ নভেম্বর গ্রেপ্তার হন।
Leave a comment