বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, “জয় বাংলা কোনো দলের ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি মুক্তিযোদ্ধাদের গর্বের স্লোগান। সংকটময় সময়ে যে কেউ এই স্লোগান ব্যবহার করতে পারে এবং এটি কোনোভাবেই একটি দলের একতরফা দাবির মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না।”
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
আলাল আরও বলেন, “আজকের বিশ্বে পরিবেশ নিয়ে সচেতনতা বেড়েছে। তবে বাংলাদেশে পরিবেশের উন্নয়নে যা কিছু ভালো হয়েছে, তার বেশিরভাগই বিএনপির শাসনামলে হয়েছে।”
তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, “জিয়াউর রহমানকে ছোট করার জন্য আওয়ামী লীগ বারবার চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার। এছাড়াও উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফ, উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার এবং বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখার নেতাকর্মীসহ শিক্ষক-কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Leave a comment