যুক্তরাষ্ট্রের আলাস্কার ইয়াকুতাত অঞ্চলের নিকটবর্তী এলাকায় ৭ দশমিক শূন্য মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (৬ ডিসেম্বর) রাতে এই ভূমিকম্প অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি এবং সুনামি সতর্কতাও জারি হয়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.০। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আলাস্কার রাজধানী জুনো থেকে প্রায় ৩৭০ কিলোমিটার (২৩০ মাইল) উত্তর-পশ্চিমে এবং কানাডার ইউকন অঞ্চলের হোয়াইটহর্স শহর থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৫৫ মাইল) পশ্চিমে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, আলাসকা–ইউকন সীমান্তের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় ভূমিকম্পটি সবচেয়ে বেশি অনুভূত হয়। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়, এই ভূমিকম্প সুনামির ঝুঁকি তৈরি করেনি। ফলে উপকূলীয় এলাকায় কোনো সতর্কতা জারি করা হয়নি।
হোয়াইটহর্সের রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড জানান, ভূমিকম্পের বিষয়ে তারা দুটি জরুরি ফোন পেয়েছেন। স্থানীয় বাসিন্দারাও সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্পের কথা জানিয়েছেন। কানাডার ভূকম্পবিদ অ্যালিসন বার্ড বলেন, ভূমিকম্পটি যে এলাকায় আঘাত হেনেছে তা অত্যন্ত দুর্গম এবং সেখানে জনসংখ্যা কম। বেশ কিছু বাড়িতে তাক ও দেয়াল থেকে জিনিসপত্র পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ইউএসজিএস জানিয়েছে, মূল ভূমিকম্পের পর একই অঞ্চলে আরও কয়েকটি ক্ষুদ্র আফটারশক রেকর্ড করা হয়েছে। বিশেষজ্ঞরা পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন।
Leave a comment