মাত্র ৭০ লাখ রুপি বিনিয়োগে নির্মিত একটি সিনেমা হয়ে উঠেছিল ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম আলোচিত ছবি। কন্নড় ইন্ডাস্ট্রির সেই সিনেমার নাম ‘মুঙ্গারু মেল’। শুরুতে কোনো প্রযোজকই এই ছবিতে লগ্নি করতে রাজি ছিলেন না, এমনকি তারকা অভিনেতারাও অভিনয় করতে চাননি। বাজেট স্বল্পতা এবং নতুন নির্মাতার প্রতি আস্থার ঘাটতির কারণেই অনেকেই এই সিনেমা থেকে সরে দাঁড়ান। অথচ এই ছবিই মুক্তির পর তৈরি করেছিল রেকর্ড। মাত্র ৩০০ দিনে বক্স অফিস থেকে আয় করে ৫০ কোটি রুপি, যা বর্তমানে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ কোটি টাকার সমান।
২০০৬ সালে মুক্তি পাওয়া সিনেমাটি মূলত একটি প্রেমের গল্পের ওপর ভিত্তি করে নির্মিত হয়। গল্পের সরলতা, আবেগময় উপস্থাপন আর দর্শকদের মন ছুঁয়ে যাওয়া সাংস্কৃতিক উপাদান একে ভিন্ন মাত্রা দিয়েছিল। তরুণ–তরুণীর সম্পর্কের টানাপোড়েন, পারিবারিক চাপ ও হঠাৎ ঘটে যাওয়া টুইস্টগুলো দর্শকদের টেনে নেয় প্রেক্ষাগৃহে। মুক্তির পর ছবিটি টানা দুই বছরেরও বেশি সময় ধরে ভারতের বিভিন্ন মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হয়, যা সে সময়ের জন্য এক নতুন রেকর্ড ছিল।
‘মুঙ্গারু মেল’-এর সংগীতও এর সাফল্যের অন্যতম মূল চাবিকাঠি হয়ে ওঠে। সুনিধি চৌহান ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে গাওয়া রোমান্টিক গানগুলো দ্রুত জনপ্রিয়তা পায় এবং বক্স অফিস সাফল্যের সঙ্গে গানের বাজারেও তৈরি করে আলাদা রেকর্ড। শুধু সিনেমার গান থেকেই কোটি টাকার বেশি আয় হয়। পরে ফিল্ম ফেয়ারসহ একাধিক পুরস্কারে এটি সম্মানিত হয়।
আরেকটি ব্যতিক্রমী দিক ছিল সিনেমার শুটিং। প্রায় ৮০ ভাগ দৃশ্য ধারণ করা হয়েছিল বৃষ্টির মধ্যে। কর্ণাটকের মাদীকেরি শহরসহ একাধিক নতুন লোকেশনকে কাজে লাগানো হয়। এই ভিজ্যুয়াল উপস্থাপন দর্শকদের কাছে এতটাই অনন্য ছিল যে অনেক সমালোচক একে ‘চলন্ত কবিতা’র সঙ্গে তুলনা করেছিলেন।
তরুণ অভিনেতা গণেশ এবং পূজা গান্ধীকে কেন্দ্র করে এগিয়েছে ছবির গল্প। দুজনেই তখন বড় পর্দায় তুলনামূলক নতুন ছিলেন। তবু তাঁদের রসায়ন দর্শক হৃদয় জয় করে নেয়। ছবিটির পরিচালক যোগরাজ ভাটেরও এটি ছিল মাত্র দ্বিতীয় সিনেমা। নতুন নির্মাতা ও নতুন মুখদের সাহসী পরীক্ষাই অবশেষে কন্নড় ইন্ডাস্ট্রিকে এনে দিয়েছিল ঐতিহাসিক সাফল্য।
আশ্চর্যের বিষয়, যে ছবিটি নিয়ে শুরুতে এত সংশয় ছিল, সেই ছবিই হয়ে ওঠে মুখে মুখে প্রচারের সেরা উদাহরণ। যারা একবার ছবিটি দেখেছিলেন, তাঁদের অনেকেই বন্ধু ও পরিবারকে দেখার পরামর্শ দিয়েছিলেন। এই ‘দর্শক থেকে দর্শকের’ প্রচারই ছবির সাফল্যের অন্যতম কারণ ছিল।
ফলাফল—স্বল্প বাজেটের ‘মুঙ্গারু মেল’ রূপ নেয় এক বিশাল বাণিজ্যিক সাফল্যে। ৭০ লাখ রুপি খরচে তৈরি এই সিনেমাই শেষ পর্যন্ত কন্নড় ইন্ডাস্ট্রির প্রথম ৫০ কোটি রুপির ক্লাব জয় করে।
Leave a comment