চিত্রনায়িকা অপু বিশ্বাস হঠাৎই কুষ্টিয়ার খোকসায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উপস্থিত হয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই নায়িকা এবার বিরোধী শিবিরের আয়োজনে গিয়ে বক্তৃতা দেওয়ায় সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা।
গত ৪ সেপ্টেম্বর খোকসা উপজেলার জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোডাউন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হন অপু বিশ্বাস ও অভিনেতা নিরব হোসেন। স্থানীয় বিএনপি নেতা রিপন হোসেনের আমন্ত্রণে তারা মঞ্চে ওঠেন।
বক্তব্যে অপু বলেন, “আমি শিল্পী, এটাই আমার পরিচয়। আপনাদের ভালোবাসাই আমাকে এত দূর টেনে এনেছে।” তিনি আয়োজক রিপন হোসেনের প্রশংসা করে আরও বলেন, “তিনি আপনাদের সেবা করতে চান, আপনারাও যেন তাকে সেই সুযোগ দেন।”
অপু বিশ্বাসের এমন উপস্থিতি দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। কারণ, এর আগে তিনি আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন এবং সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবেও আলোচনায় ছিলেন।
এই প্রসঙ্গে মুখ খুলেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ৫ সেপ্টেম্বর ফেসবুকে তিনি লিখেন,“আগে ছিল ৬ মাস হিন্দু ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামিলীগ ৬ মাস বিএনপি—পল্টিবাজ, সুবিধাবাদি কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ কি জিনিস এটা!”
তার এ মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়। অনেকেই একমত পোষণ করে মন্তব্য করেছেন, আবার কেউ কেউ এটিকে ব্যক্তিগত আক্রমণ হিসেবেও দেখছেন
Leave a comment