Home জাতীয় ৪৬ লাখ টাকা মুক্তিপণ দেয়ার পরও দালালদের নির্যাতনে প্রাণ হারালো সজীব
জাতীয়

৪৬ লাখ টাকা মুক্তিপণ দেয়ার পরও দালালদের নির্যাতনে প্রাণ হারালো সজীব

Share
Share

বাংলাদেশি এক যুবকের মৃত্যু ঘটেছে লিবিয়ায় এটি দ্বিতীয় ঘটনা, যেখানে মাদারীপুরের সজিব সরদার নামে এক যুবক দালালদের নির্যাতনে মারা গেছেন। মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছালে তাদের মধ্যে শোকের মাতম বইতে থাকে।

স্বজনদের অভিযোগ, ৪৬ লাখ টাকা মুক্তিপণ দেয়ার পরও দালালদের নির্যাতনের হাত থেকে বাঁচানো যায়নি সজিবকে। তারা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এবং নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

এর আগে, সজিব সরদার ইতালি যাওয়ার জন্য লিবিয়া যাওয়ার প্রলোভন পান।  শিরখাড়া এলাকার দালাল বোরহান বেপারী তাকে ইতালি পাঠানোর কথা বলে ১৫ লাখ টাকা গ্রহণ করেন। চুক্তি অনুযায়ী, সজিবকে সরাসরি ইতালি না পাঠিয়ে লিবিয়ায় পাঠানো হয়।

লিবিয়ায় পৌঁছানোর পর সজিবকে বন্দি করে দালালচক্র এবং নির্যাতনের ভিডিও পাঠিয়ে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করতে থাকে। ধার দেনা করে সজিবের পরিবার ৪৬ লাখ টাকা দালালদের হাতে তুলে দেয়।

সজিবের বোন শামীমা আক্তার বলেন, ‘দফায় দফায় ৪৬ লাখ টাকা দিয়েও আমার ভাইকে বাঁচাতে পারলাম না। জমিজমা বিক্রি ও ঋণ নিয়ে টাকা দিয়ে দালালদের হাতে তুলে দিলেও শেষ রক্ষা হলো না। সরকারের কাছে আবেদন, দ্রুত যেন আমার ভাইয়ের লাশ দেশে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয় এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়।’

গত বুধবার, দালালচক্রের আরও মুক্তিপণ দাবির কারণে সজিবকে নির্যাতন করে অসুস্থ করে ফেলা হয়। পরে তাকে লিবিয়ার একটি সড়কে ফেলে রেখে যায় এবং স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সজিবের বাবা চাঁনমিয়া সরদার বলেন, ‘আমার ছেলেকে দালাল বোরহান ইতালি নেয়ার কথা বলে লিবিয়া নিয়ে যায়, পরে মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়। ৪ মাস লিবিয়ার বন্দিশালায় আটকে রেখে নির্যাতন করার পর আমার ছেলের মৃত্যু হয়। এই ঘটনার কঠোর বিচার চাই।’

এদিকে, মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, ‘লিবিয়ায় নির্যাতনে এক যুবকের মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে। নিহতের পরিবার থেকে মামলা করলে প্রযোজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

প্রসঙ্গত,  ৪ মার্চ লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ইঞ্জিনচালিত নৌকায় আগুন ধরে রাজৈরের সুমন হাওলাদার এবং শাখারপাড়ের নাসির মাতুব্বর মারা যান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গাজায় ধ্বংসের মহামারি: আরব বিশ্ব কেন নীরব?

গাজায় এখন কেবল আগুনের লেলিহান শিখা, ধ্বংসস্তূপ আর আর্তনাদের প্রতিধ্বনি। প্রতিদিন হাজার হাজার বোমার আঘাতে বিধ্বস্ত হচ্ছে শহর, ঝরছে নিরীহ প্রাণ। শিশুদের খেলার...

শরীয়তপুরে পারিবারিক কলহের জেরে বাবাকে হত্যা, পালানোর সময় ছেলের মৃত্যু

শরীয়তপুরের নড়িয়ায় এক মর্মান্তিক পারিবারিক সংঘর্ষের ঘটনায় ছেলের হাতে বাবা খুন হয়েছেন, আর পালানোর সময় মাঠে পড়ে গিয়ে মারা গেছেন সেই ছেলে। রবিবার...

Related Articles

হসপিটালে তামিমকে দেখতে গিয়েছেন সাকিবের বাবা-মা

সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা এবং মা শিরীন আক্তার  তামিম ইকবালকে...

অপপ্রচার, ভুল তথ্য ও গুজবে বিভ্রান্ত হওয়া যাবে না: সেনাপ্রধান

ঢাকার সেনানিবাসে সোমবার অনুষ্ঠিত ‘অফিসার্স অ্যাড্রেসে’ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বললেন, “সেনাবাহিনী দেশের...

তামিম ইকবালের জ্ঞান ফিরেছে, দ্রুত সুস্থতার লক্ষণ

হার্ট অ্যাটাকে লাইফ সাপোর্টে থাকা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের...

আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন সেনাবাহিনীর প্রধান...