ড. ইউনূস ২০২৬ সালের ৩০ জুনের পর এক ঘণ্টাও ক্ষমতায় থাকবেন না । তার আগেই তিনি নির্বাচন শেষ করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে শেষে রোববার (২৫ মে) রাতে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন জানিয়ে মামুনুল হক বলেন, আমরা সবাই যদি সহযোগিতা করি তাহলে দেশ ও জাতিকে একটি গন্তব্যে পৌঁছে দিয়ে দায়িত্ব শেষ করবেন তিনি । পাশাপাশি দেশ ও আন্তর্জাতিক মহলের সবার জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন দেবেন।
মামুনুল হক বলেন, করিডরের বিষয়ে ড. ইউনূস বলেছেন, দেশবিরোধী কোনো কার্যক্রম তার দ্বারা সংঘটিত হবে না। এ বিষয়ে তার ওপর বিশ্বাস রাখতে বলেছেন। যদি এমন কিছু হয়ে থাকে, তাহলে সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা করেই তা করা হবে।
খেলাফত মজলিসের আমির বলেন, একটা অনৈক্যের সৃষ্টি হয়েছে, প্রধান উপদেষ্টা সেটা দূর করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঘন ঘন আলোচনা করবেন। এ বিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন। শাপলা চত্বরের গণহত্যার বিষয়ে আমরা দুই মাসের আল্টিমেটাম দিয়েছিলাম, প্রধান উপদেষ্টা নিজেই দায়িত্ব নিয়ে আশ্বস্ত করেছেন যে , এ বিষয়ে একটা বিহিত করে দেবেন।
নির্বাচনের বিষয়ে উপদেষ্টার বক্তব্য তুলে ধরে মামুনুল হক বলেন, সুনির্দিষ্ট একটা সময়ে যাতে নির্বাচন দেওয়া হয়, যেন জনগণের ভেতর কোনো বিভ্রান্তি তৈরি না হয়। সেই পরিপ্রেক্ষিতে ড. ইউনূস জুনের মধ্যেই নির্বাচনের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।
Leave a comment