Home আন্তর্জাতিক ২১ যাত্রীর প্রাণহানির পর পাকিস্তানে ট্রেনে জিম্মিদশার অবসান
আন্তর্জাতিক

২১ যাত্রীর প্রাণহানির পর পাকিস্তানে ট্রেনে জিম্মিদশার অবসান

Share
Share

পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী একটি ট্রেনে সশস্ত্র গোষ্ঠীর হামলার ঘটনায় সেনাবাহিনীর অভিযানে ৩৩ হামলাকারী নিহত হয়েছে এবং ২১ নিরীহ যাত্রী প্রাণ হারিয়েছেন। অভিযানে নিরাপত্তা বাহিনীর চার সদস্যও নিহত হন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করেছে।
বুধবার (১২ মার্চ) আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, সেনাবাহিনী, বিমানবাহিনী, ফ্রন্টিয়ার কোর ও এসএসজি সদস্যরা যৌথভাবে এই অভিযানে অংশ নেন। স্নাইপারদের গুলিতে আত্মঘাতী হামলাকারী নিহত হয় এবং কোনো যাত্রী চূড়ান্ত অভিযানে প্রাণ হারায়নি।
গত মঙ্গলবার দুপুরে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসে হামলা চালায় বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। বোলান এলাকায় ট্রেন থামিয়ে সশস্ত্র হামলাকারীরা এলোপাতাড়ি গুলি ছুড়ে যাত্রীদের জিম্মি করে। ওই সময় ট্রেনের নয়টি বগিতে প্রায় ৪৫০ জন যাত্রী ছিলেন।
নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, হামলাকারীরা বিদেশি সহযোগীদের সঙ্গে স্যাটেলাইট ফোনে যোগাযোগ রাখছিল এবং তাঁদের মধ্যে একজন ‘মাস্টারমাইন্ড’ আফগানিস্তানে অবস্থান করছিলেন। সন্ত্রাসীরা নারী ও শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করায় অভিযান পরিচালনায় বাড়তি সতর্কতা নেওয়া হয়।
এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেন, “রমজান মাসে নিরীহ যাত্রীদের হত্যা প্রমাণ করে যে, এই সশস্ত্র গোষ্ঠীর ইসলাম, পাকিস্তান ও বেলুচিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক নেই।’’
এছাড়া, পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ধাপুর, আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) প্রেসিডেন্ট আমাল ওয়ালি খানও এই বর্বরোচিত হামলার নিন্দা জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দশ লাখ ডলারের ‘গোল্ড কার্ড’ অভিবাসন ভিসা চালু  করলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে দ্রুত নাগরিকত্ব পেতে আগ্রহী ধনী বিদেশিদের জন্য নতুন ভিসা কর্মসূচি চালু করেছে ট্রাম্প প্রশাসন। ‘ট্রাম্প গোল্ড ভিসা’ নামের এই বিশেষ প্রোগ্রামের আওতায়...

কঠোর নিরাপত্তায় আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশ, উত্তেজনা চরমে

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে কঠোর নিরাপত্তার মধ্যেই প্রায় দুই শতাধিক ইসরায়েলি জোরপূর্বক প্রবেশ করেছে । ইসরায়েলি পুলিশের সহায়তায় তারা পবিত্র স্থানটিতে...

Related Articles

বিজয় দিবসকে ঘিরে দেশজুড়ে র‌্যাবের সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি

মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন...

মহান বিজয় দিবস আজ: স্বাধীনতার গৌরব ও আত্মত্যাগের চিরস্মরণীয় দিন

আজ ১৬ ডিসেম্বর—বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী...

হাদী গুলিবিদ্ধের ঘটনা: শেরপুরের বারোমারি সীমান্ত থেকে ২ জন আটক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধের ঘটনাকে কেন্দ্র করে দেশের সীমান্ত...

বিজয় দিবসে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক নবযাত্রা রক্ষার আহ্বান প্রধান উপদেষ্টার

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা প্রফেসর...