জনপ্রিয় বই থেকে নির্মিত হ্যারি পটার টিভি সিরিজের চিত্রায়ণ শুরু হয়েছে, যা ২০২৭ সালে প্রথমবারের মতো টেলিভিশনে প্রচারিত হবে। সোমবার ওয়ার্নার ব্রাদার্স স্টুডিও জানিয়েছে, ব্রিটেনের লিভসডেন স্টুডিওতে সিরিজটির শুটিং চলছে। সঠিক মুক্তির তারিখ এখনো ঘোষণা করা না হলেও এটি এইচবিও ম্যাক্স প্ল্যাটফর্মে দেখা যাবে।
দশ বছর মেয়াদি এই সিরিজে নতুন অভিনয়শিল্পীরা চলচ্চিত্রের বিখ্যাত চরিত্রগুলো রূপায়ণ করবেন। ডমিনিক ম্যাকলাফলিন থাকবেন হ্যারি পটারের ভূমিকায়, আরাবেলা স্ট্যানটন হবেন হারমায়োনি গ্রেঞ্জার এবং অ্যালাস্টেয়ার স্টাউট রন উইসলির চরিত্রে অভিনয় করবেন।
পরিচিত মুখও থাকছে কাস্টে—জন লিথগো আলবাস ডাম্বলডোর, পাপা এসিডু সেভেরাস স্নেইপ এবং নিক ফ্রস্ট রুবিয়াস হ্যাগ্রিড চরিত্রে অভিনয় করবেন। মূল লেখিকা জে কে রাউলিং নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত আছেন।
Leave a comment