১ থেকে ৩৬ জুলাই পর্যন্ত দেশের সংবাদমাধ্যমের ভূমিকা ডকুমেন্ট করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সরকারের সমালোচনা করলেও সংবাদমাধ্যমের ভূমিকা অন্তর্বর্তী সরকার বিবেচনায় নেবে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রেসক্লাবে ‘গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান: ফিরে দেখা ১ থেকে ৩৬ জুলাই’ শীর্ষক আলোচনায় এ কথা জানান তিনি।
শফিকুল আলম বলেন, গত ১৫ বছরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনায় সংবাদমাধ্যমের ভূমিকা বিশ্লেষণ করা হবে। এসব ঘটনার প্রতিবেদনের ধরণ ও ভাষা নথিভুক্ত করে গবেষণা করা হবে।
তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি পরিবেশ চাই, যেখানে কারও কণ্ঠরোধ হবে না। এমন সাংবাদিকতা তৈরি করতে চাই, যা সব সরকারের জবাবদিহিতা নিশ্চিত করবে। যত শক্তিশালীই হোক, সবাইকে আইন ও ন্যায়ের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।’
প্রেস সচিব আরও জানান, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে নীতিমালা তৈরির কাজ চলছে।
Leave a comment