Home জাতীয় ১৭ বছর পর দেশে ফিরছেন জুবাইদা রহমান
জাতীয়

১৭ বছর পর দেশে ফিরছেন জুবাইদা রহমান

Share
Share

১৭ বছর পর বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমান ও কন্যা জায়মা রহমানকে নিয়ে লন্ডনে পাড়ি জমিয়েছিলেন তিনি। দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে এবার শাশুড়ি, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন তিনি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৪ মে রোববার লন্ডন থেকে রওনা হবেন তাঁরা, ঢাকায় পৌঁছানোর কথা ৫ মে সকালে। খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য গত ৮ ফেব্রুয়ারি লন্ডনে আসেন এবং চিকিৎসা শেষে বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে সেখানেই অবস্থান করছিলেন। চিকিৎসা শেষে প্রায় চার মাস পর ঢাকায় ফিরছেন তিনি।

জুবাইদা রহমানের দেশে ফেরা শুধুই পারিবারিক সফর নয়; রাজনৈতিক দিক থেকেও তা তাৎপর্যপূর্ণ। কারণ, তাঁর বিরুদ্ধে ২০০৮ সালে দায়ের হওয়া দুর্নীতির একটি মামলায় বিচারিক আদালত তাঁকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা জরিমানা দেয়। তবে ২০২৪ সালের আগস্টে ছাত্র–জনতার অভ্যুত্থানের পর দেশে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ওই সাজা স্থগিত হয়, ফলে দেশে ফিরে আসার পথ উন্মুক্ত হয় তাঁর জন্য।

ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি ডিগ্রি অর্জন করেন জুবাইদা। ১৯৯৫ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম স্থান অর্জন করে সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু ২০০৮ সালে শিক্ষা ছুটিতে লন্ডনে যাওয়ার পর দেশে ফিরে আর চাকরিতে যোগ না দেওয়ায় তাঁকে বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

জুবাইদা রহমানের পারিবারিক পরিচয়ও উল্লেখযোগ্য। তিনি বাংলাদেশের সাবেক নৌবাহিনী প্রধান এবং জিয়াউর রহমান সরকারের মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর মেয়ে। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী তাঁর চাচা। ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

দীর্ঘ নির্বাসন শেষে জুবাইদা রহমানের এই প্রত্যাবর্তনকে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যায় দেখা হচ্ছে। একদিকে এটি একটি পারিবারিক পুনর্মিলনের মুহূর্ত, অন্যদিকে এটি বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামোতেও নতুন সম্ভাবনার ইঙ্গিত বহন করছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঈশ্বরদীতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির

পাবনার ঈশ্বরদীতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মো. সেলিম বসাক (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে...

ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৬২ হাজারে পৌঁছাল

ইসরায়েলের চলমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৬২ হাজারে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪৭ জন, যাদের মধ্যে...

Related Articles

আজ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৪তম মৃত্যুবার্ষিকী

আজ ২০ আগস্ট মুক্তিযোদ্ধা ও দেশের সর্বোচ্চ সামরিক খেতাবপ্রাপ্ত শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট...

মহাখালী সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

রাজধানী ঢাকার মহাখালী সাততলা বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার...

ঢাকায় ট্রাফিক অভিযান, এক দিনে ২ হাজারের বেশি মামলা দায়ের

রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।...

কাশিমপুর কারাগারে হঠাৎ অসুস্থ, হাসপাতালে ডা. দীপু মনি

গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে বন্দি সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের অন্যতম শীর্ষ...