মাত্র ১২০ টাকা করে খরচ করে জয়পুরহাটের ১৩ জন তরুণ তরুণীর স্বপ্ন পূরণ হলো। কোনো রকম ঘুস বা তদবির ছাড়াই পুলিশে চাকরি হয়েছে তাদের। মূল্যায়ন হয়েছে মেধা ও যোগ্যতার।
জয়পুরহাট পুলিশ লাইন্সে বৃহস্পতিবার রাতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ফলাফল ঘোষণার পর আনন্দে কেঁদে ফেলেন অনেকেই।
জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব নতুন চাকরি পাওয়া এই তরুণ-তরুণীদের পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করেন। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, ‘নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতে আজ চাকরি পেলেন ১৩ জন তরুণ-তরুণী। যারা আজ নিয়োগ পেয়েছেন তারা সবাই নিজেদের যোগ্যতায় ও মেধায় উত্তীর্ণ হয়েছেন। এতে তাদের কোনো যোগাযোগ, লবিং ও ঘুস বিনিময় করতে হয়নি।’
Leave a comment