হোয়াটসঅ্যাপে নতুন ‘মেসেজ থ্রেড’ ফিচার আসছে, যা বার্তা দেখা ও অনুসন্ধান আরও সহজ করবে। অ্যান্ড্রয়েড বেটা ২.২৫.৭.৭ সংস্করণে পরীক্ষামূলকভাবে এই সুবিধা চালু করা হয়েছে।
নতুন মেসেজ থ্রেড ফিচারের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিকে পাঠানো সব বার্তা একটি আলাদা থ্রেডে দেখা যাবে। ফলে দীর্ঘ কথোপকথনের মধ্যে পুরোনো বার্তা খুঁজতে স্ক্রল করতে হবে না। মূল বার্তার সঙ্গে সংশ্লিষ্ট সব রিপ্লাই একসঙ্গে দেখা যাবে, যা গ্রুপ চ্যাটের অভিজ্ঞতা উন্নত করবে।
স্ক্রিনশট অনুযায়ী, থ্রেডের বার্তাগুলো আলাদা পপ-আপ ভিউতে দেখানো হবে, যা গ্রুপে আলোচনার সময় রিপ্লাইগুলো সহজে খুঁজে পেতে সাহায্য করবে। তবে মূল বার্তাটি থ্রেড ভিউতে থাকবে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য নেই।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, এই ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও শিগগিরই ব্যক্তিগত চ্যাট, গ্রুপ চ্যাট, কমিউনিটি ও চ্যানেলে যুক্ত হতে পারে। তবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
সূত্র: দ্য ভার্জ
Leave a comment