রাজধানীর হাতিরঝিল এলাকায় একটি বিলাসবহুল প্রাইভেট কার থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১ লাখ ৬০ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৫ কোটি টাকা। একই সঙ্গে গাড়িতে থাকা চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের বিরুদ্ধে রমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নজরুল ইসলাম (৩৪), আল মামুন (৩২), মোহাম্মদ ফারুক (৪৬) ও তানিয়া (৩২)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে বায়িং হাউস ও আবাসন ব্যবসার আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। সংস্থাটি তিন মাস ধরে চক্রটির ওপর নজর রাখছিল। একাধিক গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হওয়ার পর গতকাল হাতিরঝিলে অভিযান চালানো হয় এবং অভিযুক্ত চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
তদন্তে বেরিয়ে এসেছে, চক্রটি টেকনাফ থেকে বিলাসবহুল গাড়ির মাধ্যমে ইয়াবার বড় চালান ঢাকায় নিয়ে আসত। এরপর রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় এসব মাদক সরবরাহ করা হতো। মূলত উচ্চবিত্ত মাদকসেবীদের লক্ষ্য করেই তাঁরা এই ব্যবসা পরিচালনা করছিল। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে চক্রের অন্য সদস্যদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
Leave a comment