সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা এবং মা শিরীন আক্তার তামিম ইকবালকে দেখতে হাসপাতালে ছুটে এসেছেন। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে তারা হাসপাতালে গিয়েছেন বলে জানা গেছে। ডিপিএল সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল গণমাধ্যমকে তাদের আসার খবরটি নিশ্চিত করেছিলেন । সাভারের কেপিজে হাসপাতালে তামিমের হার্টে একটি রিং পরানো হয়েছে।
জ্ঞান ফেরার পর পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন তামিম। তার অবস্থার এখন কিছুটা উন্নতি হয়েছে।
গাজীপুরের কেপিজে স্পেশালাইডজ হাসপাতালে আছেন তামিম। আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে চিকিৎসকরা জানান, ‘ক্রিটিক্যাল পিরিয়ড’ পেরিয়ে তামিম এখন অনেকটাই সুস্থ আছেন।
তবে আগামী কিছুদিন তাকে সতর্ক থাকতে হবে। এই মুহূর্তে মুভ করা তার জন্য খুব-ই রিস্কি, সে বিষয়টা নিয়ে তামিম ইকবালের সাথেও তাদের আলাপ হয়েছে।
গত রাতেই সাকিব আল হাসান নিজের জন্মদিনে তামিমের জন্য দোয়া চেয়েছেন । সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সাকিব লিখেছেন, ‘আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ।
মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরো দীর্ঘ হোক।’সাকিব আরো লেখেন, ‘তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।’সাকিব এ-ও বলেন, ‘তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার।
Leave a comment