সৌদি আরব থেকে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৭৩ হাজারের বেশি বাংলাদেশি হাজি। এ পর্যন্ত মোট ১৯০টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে তারা দেশে পৌঁছেছেন। অন্যদিকে, চলতি বছর হজ পালনের সময় সৌদি আরবের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৪ জন বাংলাদেশি হাজির।
সোমবার (৭ জুলাই) প্রকাশিত হজ বিষয়ক সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিনের তথ্য অনুযায়ী, রোববার (৬ জুলাই) দিবাগত রাত ৩টা পর্যন্ত দেশে ফেরা হাজির সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ৪৯৩ জনে। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬২ হাজার ৮১৪ জন।
ফিরতি যাত্রীদের মধ্যে ৩২ হাজার ৩৬২ জন দেশে এসেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ফ্লাইটে, ২৬ হাজার ৬৮৩ জন সৌদি এয়ারলাইন্স ও ৮ হাজার ৭৭৬ জন ফ্লাইনাস এয়ারলাইন্স-এর ফ্লাইটে ফিরেছেন।
এদিকে হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ৪৪ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১১ জন নারী। মৃত্যুবরণকারীদের মধ্যে ২৬ জন মক্কায়, ১৪ জন মদিনায়, ৩ জন জেদ্দায় এবং ১ জন আরাফায় মারা যান।
চলতি বছর হজের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়েছেন মোট ৮৫ হাজার ৩০২ জন ধর্মপ্রাণ মুসল্লি। এর মধ্যে প্রথম হজ ফ্লাইট ঢাকা ছেড়ে যায় ২৯ এপ্রিল। এরপর ১ জুন পর্যন্ত ২২০টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছান।
হজ শেষে ১০ জুন প্রথম ফিরতি ফ্লাইটটি সৌদি আরব থেকে ঢাকায় পৌঁছায়, যেটিতে ছিলেন ৩৬৯ জন হাজি। এরপর থেকে হাজিরা ধাপে ধাপে দেশে ফেরা শুরু করেন । হজ মিশনের তথ্য অনুসারে, এখন পর্যন্ত মোট ৭৩ হাজার ৪৯৩ জন হাজি দেশে ফিরেছেন।
হজ অফিস সূত্র জানিয়েছে, ফ্লাইট ও হাজিদের বাকি অংশও পর্যায়ক্রমে দেশে ফেরার প্রক্রিয়ার মধ্য রয়েছে ।
Leave a comment