চলতি বছরের হজ মৌসুমে হজ পালনে আগ্রহীদের জন্য সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করেছে সৌদি আরব সরকার। বুধবার (১২ মার্চ) ধর্মবিষয়ক মন্ত্রণালয় সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের (১৪৪৬ হিজরি) হজ মৌসুমে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থায় নিবন্ধিত হজযাত্রী, হজ এজেন্সি এবং সংশ্লিষ্ট সবার জন্য এই নিয়ম প্রযোজ্য হবে। সৌদি সরকার শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে এই বয়সসীমা নির্ধারণ করেছে। হজযাত্রীর পাসপোর্ট অনুযায়ী বয়স গণনা করা হবে।
এছাড়া, ১৫ বছর বয়সী নিবন্ধিত শিশু হজযাত্রীদের ক্ষেত্রে প্রয়োজনে তার সঙ্গে থাকা অভিভাবক পরিবর্তন করে অন্য প্রাক-নিবন্ধিত হজযাত্রীকে যুক্ত করার সুযোগ রাখা হয়েছে।
Leave a comment