ফরিদপুরের বোয়ালমারীতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে কয়েকটি গ্রামের কিছু মানুষ শনিবার রোজা রেখে ইফতার করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের প্রায় ১০টি গ্রামের আংশিক মানুষ চট্টগ্রামের মির্জাখিল শরীফের অনুসারী। তারা সৌদি আরবের সময় অনুযায়ী এক দিন আগেই রোজা রাখা ও ঈদ উদযাপন করে থাকেন।
শেখর ইউনিয়নের কাটাগড় গ্রামের বাসিন্দা অধ্যাপক মাহিদুল হক জানান, তারা সৌদির সঙ্গে মিল রেখেই শনিবার প্রথম রোজার ইফতার করেছেন। দীর্ঘদিন ধরে এসব গ্রামের কিছু পরিবার আগাম রোজা ও ঈদ পালন করে আসছে।
Leave a comment