সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনাই এবং অস্ট্রেলিয়া ।মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, ভারতে রোববার খালি চোখেই শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। সে অনুযায়ী, সোমবার দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে। একই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানও। যেখানে ২৯ রমজান পূর্ণ হওয়ার পর ৩১ মার্চ ঈদের দিন নির্ধারণ করা হয়েছে।
এর আগে মালয়েশিয়া ও ব্রুনাই আনুষ্ঠানিকভাবে সোমবার ঈদ উদযাপনের ঘোষণা দেয়। সবার আগে এ বছর ঈদুল ফিতরের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়া।
Leave a comment