গাজায় চলমান যুদ্ধবিরতির অংশ হিসেবে সোমবার (১৩ অক্টোবর) হামাসের কাছে আটক ইসরায়েলি জীবিত জিম্মিদের মুক্তি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১০ অক্টোবর) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ট্রাম্প বলেন, “সোমবার জিম্মিরা বাড়ি ফিরবে। তারা ভয়াবহ অবস্থায় আছেন। কোথায় আছেন, সেটা খুব অল্প মানুষই জানে। বন্দিদের ফিরিয়ে দেওয়া হবে। একই সঙ্গে ২৮টি মরদেহও পাঠানো হবে।”
তিনি আরও জানান, “আমি ইসরায়েলে যাব এবং নেসেটে (ইসরায়েলি সংসদে) বক্তব্য দেব। পরে মিশরে যাব, যেখানে শান্তিচুক্তি স্বাক্ষর হবে। সারা বিশ্ব থেকে বহু নেতা সেখানে উপস্থিত থাকবেন; সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।”
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ধারাবাহিক ও ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত দুই বছরে মাত্র অল্প সময়ের জন্য যুদ্ধবিরতি কার্যকর ছিল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ আহত হয়েছেন।
এদিকে, শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে (বাংলাদেশ সময়) যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজার বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপে পরিণত নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। ইসরায়েলি সেনারা জনবহুল এলাকা থেকে সরে গেলে গাজার উপকূলীয় অঞ্চলে মানবপ্রবাহ দেখা যায়।
ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) বিবৃতিতে বলা হয়, তারা গাজার কয়েকটি এলাকা থেকে পিছু হটেছে এবং নতুন করে অবস্থান নিয়েছে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, ৭২ ঘণ্টার মধ্যে হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে; বিনিময়ে ইসরায়েল মুক্তি দেবে শত শত ফিলিস্তিনি বন্দিকে।
Leave a comment