দেশের বাজারে সোনার দাম আবারও কমেছে। এক দিনের ব্যবধানে প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৩৮ টাকা কমিয়ে দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ২২ ক্যারেটের হলমার্ক সোনার নতুন দাম দাঁড়াবে ১ লাখ ৬২ হাজার ১৭৬ টাকা, যা আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে।
আজ রোববার রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার দাম কমানোর এ ঘোষণা দেয়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে।
এর আগের দিন, শনিবার রাতে সোনার দাম ভরিপ্রতি ৪ হাজার ১৮৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা ছিল দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, কাল সোমবার থেকে ২১ ক্যারেট সোনার দাম হবে ১ লাখ ৫৪ হাজার ৮০৫ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ৩২ হাজার ৬৯০ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৯ হাজার ৫৩৭ টাকায় বিক্রি হবে।
এর ফলে ভরিপ্রতি ২২ ক্যারেট সোনায় ১ হাজার ৩৮ টাকা, ২১ ক্যারেটে ৯৯১ টাকা, ১৮ ক্যারেটে ৮৫১ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ৭৩৪ টাকা দাম কমছে।
Leave a comment