সেনা অভিযানের মাধ্যমে খাগড়াছড়ির গুইমারা থেকে ১১০ লিটার দেশীয় তৈরি বাংলা মদসহ ২ জনকে আটক করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে সিন্দুকছড়ি জোনের আওতাধীন জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের একটি টহল দল এ অভিযান চালায়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সার্জেন্ট মাহবুবের নেতৃত্বে একটি টহল দল ক্যাম্প থেকে প্রায় ১ কিলোমিটার উত্তর দিকে গুইমারা এমপি চেকপোস্ট এলাকায় অবস্থান নেয়। সেখানে শান্তি পরিবহনের খাগড়াছড়ি থেকে ফেনীগামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৪-০৯০৯) তল্লাশি করা হয়। তল্লাশির সময় বাসের ভেতর ২টি বস্তায় মোড়ানো ১১০ লিটার (৬০ প্যাকেট) দেশীয় বাংলা মদ পাওয়া যায়।
এ সময় আটক করা হয় বাসের দুই যাত্রী মো. বাবলু (৩৮) ও মো. আব্দুল হালিমকে (৩৫) । আটক বাবলু দীঘিনালার জামতলী এলাকার মৃত মফিজের ছেলে এবং হালিম একই উপজেলার মৃত আলী আহমদের ছেলে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন, ‘ দুজনকে ‘বাংলা মদসহ’ যৌথ অভিযানে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ’ আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে। গুইমারা থানা এলাকায় মাদকের বিষয়ে এ ধরনের যৌথ অভিযান চলমান রয়েছে এবং থাকবে বলে তিনি জানিয়েছেন।’
Leave a comment