সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় প্রতিবন্ধী মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে পুলিশ সৎ বাবাকে গ্রেফতার করেছে।
জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়খাল গ্রামে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ১৩ বছরের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে পুলিশ তার সৎ বাবাকে গ্রেফতার করে।
জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে ভুক্তভোগী কিশোরীর মা বাসায় না থাকায়, মেয়েকে একা পেয়ে স্পর্শকাতর স্থানে স্পর্শ করে শ্লীলতাহানির চেষ্টা করে। পরবর্তীতে ভুক্তভোগী কিশোরীর মা বাসায় আসলে ভুক্তভোগী কিশোরীকে কান্নারত অবস্থা দেখতে পায় এবং সৎ বাবার কথা মায়ের কাছে বলেন।
পরবর্তীতে মঙ্গলবার রাত ১০টার দিকে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে থানায় এসে অভিযুক্ত আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। দোয়ারাবাজার থানা পুলিশ অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
অভিযুক্ত আসামিকে বুধবার দুপুর সোয়া ১২টার দিকে দোয়ারাবাজার থানা পুলিশের হেফাজতে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। জানা যায়, আদালতের মাধ্যমে অভিযুক্ত আসামিকে কারাগারে প্রেরণ করা হবে ।
Leave a comment