সুনামগঞ্জ সদর উপজেলায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে দুই শিশুর। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো বোন।
মঙ্গলবার (১৭ জুন) রাতে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের চিকিৎসক ডা. রফিকুল ইসলাম দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মৃত দুই শিশু হলো- বুশরা আক্তার (১০) ও ফাতেহা বেগম (৮)। এর মধ্যে বুশরা ধারারগাঁও গ্রামের মৃত রফিকুল ইসলামের মেয়ে। আর রফিকুলের বোন রেহেনা বেগমের মেয়ে হল ফাতেহা। সদর উপজেলার ধারারগাঁও গ্রামে বুশরাদের বাড়ি। সে হরিণাপাটি গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসেছিল।
জানা গেছে, সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসেছিলেন ফাতেহা বেগম। পরে মঙ্গলবার দুপুরে বুশরা আক্তারের সঙ্গে গোসল করতে নামে পুকুরে। এক পর্যায়ে পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হয় দুই শিশু। পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন তাদের উদ্ধার করে বিকাল ৫টার দিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বলেন, খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে দুই শিশুর। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয় তাদের ।
Leave a comment